পিংলায় শুভেন্দু অধিকারীর সভা থেকে ফেরার পথে দাসপুরে বিজেপির কর্মী সমর্থকদের বাসে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: গতকাল পিংলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা বিজেপির নেতার সভা ছিল। আর সেই সভাতে যোগ দিতে বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকরা গিয়েছিলেন বাস ও বিভিন্ন গাড়ির করে। অন্যান্য জায়গার মতো ঘাটালের বিধায়ক শীতল কপাটের সাথে ঘাটাল ও দাসপুর থেকে বাসে করে সভাতে গিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। সভা সেরে ফেরার পথে বিজেপি কর্মী সমর্থকদের বাসে হামলা চালায় তৃণমূল বলে অভিযোগ তুলছে বিজেপি। সভা সেরে বাসটি যখন ঘাটাল মহাকুমার দাসপুরের নিমতলা এলাকা দিয়ে ফিরছিল তখন বাসটিকে লক্ষ্য করে ইট ছোড়া হয় ও বাসে ভাঙ্গচুর চালানো হয় বলে অভিযোগ।

এই ঘটনার পরে গাড়ির ভেতরে থাকা বিজেপি কর্মী সমর্থকরা আহত না হলেও বাসের যে চালক তিনি আহত হন। এরপর চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে দাসপুরের নিমতলা এলাকায়। ঘাটাল- দাসপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। দীর্ঘক্ষণ ধরে চলে এই অবরোধ। অবশেষে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছে পরিস্থিতি সামল দেয়। বিজেপি কর্মী সমর্থকদের গাড়িতে হামলা চালানোয় অভিযোগের তীর তৃণমূলের দিকে উঠলেও তৃণমূল কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here