ভবানীপুরে প্রচারে গিয়ে হামলার মুখে দিলীপ ঘোষ, উপনির্বাচন স্থগিতের দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির

আমাদের ভারত, ২৭ সেপ্টেম্বর: ভবানীপুর উপনির্বাচনে শান্তিতে ভোট গ্রহণ সম্ভব নয় বলে দাবি করেছেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সোমবার ভবানীপুরে প্রচারে গিয়ে হামলার মুখে পড়েন দিলীপবাবু। এরপর বিকেলে তিনি পর পর একাধিক হামলার ঘটনার প্রসঙ্গ তুলে দাবি তোলেন, ভবানীপুরে ভোটগ্রহণ স্থগিত রাখা হোক। বিজেপির তরফে নির্বাচন কমিশনের কাছে দাবি নিয়ে যাওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে।

সোমবার ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল হয়ে প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ। যদুবাবুর বাজার বিজেপির মিছিল ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। বিজেপি তৃণমূল সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। ধাক্কা ধাক্কিতে মাথা ফাটে এক বিজেপি কর্মীর। এমনকি দিলীপ ঘোষের দিকে বার বার তেড়ে যায় তারা। বাধ্য হয়ে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষী সার্ভিস রিভলভার উঁচিয়ে ধরে।

কেন এই অশান্তি হল এবং কোন পরিস্থিতিতে দিলিপের দেহরক্ষীকে সার্ভিস পিস্তল উঁচিয়ে ধরতে হলো সে বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে কমিশনের তরফে বলে জানা গেছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,” আমি প্রচারে গেলে আমাকে চারদিক দিয়ে ঘিরে আক্রমণ করা হয়। বাধ্য হয়ে ভয় দেখাতে আমার নিরাপত্তারক্ষীরা বন্ধুক বের করেন। একঘন্টা আগে আমাদের সাংসদ অর্জুন সিং প্রচারে গেলে তাকে ধাক্কাধাক্কি করা হয়। তার নিরাপত্তারক্ষীরা তাকে বার করে নিয়ে যেতে বাধ্য হন। এর আগে প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকেও আক্রমণ করা হয়েছে। রাজ্য সভাপতিকেও বাধা দেওয়া হয়েছে।” তৃণমূল যে এই হামলা চালাতে পারে তা বিজেপি আগেই আন্দাজ করেছিল বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ।

প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “আমরা আগে থেকেই পুলিশকে জানিয়েছিলাম কিন্তু পুলিশ সহযোগিতা করেনি। একজন পুলিশ সুপার পদাধিকারী আমাদের বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়। হেরে যাওয়ার ভয়ে তৃণমূল এইসব করছে। নির্বাচন কমিশনকে আমরা বারবার জানিয়েছি কিন্তু কমিশন সুরক্ষার কোনও ব্যবস্থা করেনি।”

দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, ভোটারদের কাছে পৌছাতে না পারলে কিভাবে ভোট হবে? সাধারন মানুষ কিভাবে ভোট দিতে যাবেন?” তার অভিযোগ যারা বিজেপিকে ভোট দিতে চান তাদের ভয় দেখানো হচ্ছে। তার কথায়,”মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী রাখার জন্য কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আমরা নির্বাচন স্থগিত রাখার দাবি জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *