অষ্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে হামলা, দেওয়ালে ভারত ও মোদী বিরোধী স্লোগান লেখা

আমাদের ভারত, ১২ জানুয়ারি: এবার অস্ট্রেলিয়ার একটি হিন্দু মন্দিরে হামলার অভিযোগ উঠল। সেখানকার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মেলবোর্ন শহরের বিএপিএফ স্বামীনারায়ণ মন্দিরে বুধবার কিছু দুষ্কৃতীরা তান্ডব চালিয়েছে।

জানা গেছে, মন্দিরের সামনে গিয়ে একদল যুবক চিৎকার চেঁচামেচি শুরু করে, তারপর স্প্রে দিয়ে মন্দিরের দেওয়ালে বিভিন্ন রকমের বিদ্বেষ মূলক স্লোগান লেখা হয়। তার মধ্যে ছিল হিন্দুস্তান মুর্দাবাদ। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কেও একাধিক বিরোধিতামূলক স্লোগান লেখা হয় মন্দিরের গায়ে।

এ ঘটনা কারা ঘটিয়েছে
তা এখনো স্পষ্ট নয়, তবে মনে করা হচ্ছে খালিস্তানিপন্থীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করার খবর পাওয়া যায়নি।

মেলবোর্নের উত্তর প্রান্তে মিলি পার্ক এলাকায় এই মন্দির অবস্থিত। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের হিন্দু কাউন্সিলের মুখপাত্র মকরান্ত ভাগবত জানিয়েছেন, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি। মন্দিরে বহু মানুষ প্রার্থনার জন্য আসেন। আমরা আবেদন করব সবাই যাতে শান্তি বজায় রাখেন। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাও স্থানীয় প্রশাসনের দেখা উচিত বলে দাবি জানিয়েছেন তারা।”

স্থানীয় এক বাসিন্দা জানান, সকালে উঠে মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লেখা দেখতে পান। তার কথায়, “আমি সকালে মন্দিরে গিয়ে দেখি হিন্দু বিরোধী স্লোগানে দেওয়াল ভরে গেছে। খালিস্তানিরা যেভাবে হিন্দুদের প্রতি বিদ্বেষ মূলক আচরণ করেছে তা দেখে আমার ভয় লাগছে।” অস্ট্রেলিয়ার বিশ্ব হিন্দু পরিষদের তরফে বলা হয়েছে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।মেলবোর্নের হিন্দুরা সম্মিলিতভাবে এই হামলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মেলবোর্নের জনপ্রতিনিধি ইভান মূলহল্যান্ড এই হামলার নিন্দা করেছেন এবং ঘটনায় উপযুক্ত পদক্ষেপ করার আশা প্রকাশ করেছেন মেলবোর্ন প্রশাসনের কাছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here