সান ফ্রান্সিস্কতে ভারতীয় দূতাবাসে হামলা, জাতীয় পতাকা হাতে প্রতিবাদ জানালেন অনাবাসী ভারতীয়রা

আমাদের ভারত, ২৫ মার্চ:
লন্ডনের মত মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কতেও ভারতীয় দূতাবাসে হামলার অভিযোগ উঠেছিল, খালিস্থানপন্থীদের বিরুদ্ধে। পতাকা হাতে অমৃত পালের সিং এর সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছিল। ভাঙ্গচুর চালিয়েছিল দূতাবাসে। এবার তাদের যোগ্য জবাব দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারতীয়রা। বিশাল সংখ্যায় প্রবাসী ভারতীয়রা একত্রিত হয়ে শুক্রবার ঘটনার প্রতিবাদ জানান।

সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসের সামনে বিপুল সংখ্যক প্রবাসী ভারতীয়রা একত্রিত হয়ে নাচে গানে মেতে উঠে ভারতীয় ঐক্যের বার্তা দেন। দেশের প্রতি আনুগত্য শ্রদ্ধা ও সমর্থন প্রদর্শন করেন তারা। ভারতের জাতীয় পতাকা হাতে চোখে চোখ রেখে প্রতিবাদ জানান তারা। ঢোল, তাসা বাজিয়ে বন্দে মাতরম, ভারত মাতা কি জয় বলতে দেখা যায় প্রবাসী ভারতীয়দের।

প্রসঙ্গত কিছু দিন আগে লন্ডনে ভারতীয় হাই কমিশনের তেরেঙ্গা নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল খালিস্থান পন্থীদের বিরুদ্ধে। তাদের দাবি ছিল, খালিস্তানপন্থী নেতা অমৃত পাল সিং কে মুক্তি দিতে হবে। এরপর সেই একই দাবিতেই আমেরিকার সান ফ্রান্সিস্কোতে ভারতীয় দূতাবাসেও হামলা চালিয়েছে খালিস্থানপন্থীরা বলে অভিযোগ। দেওয়ালে “ফ্রি অমৃতপাল”ও লেখা হয়েছিল। ভারতীয় দূতাবাসে হামলার একাধিক ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অনেককে হলুদ পতাকা আটকানো লাঠির অংশ দিয়ে দূতাবাসের মূল দরজার কাচ ভাঙ্গতে দেখা গিয়েছিল। দূতাবাসের ভিতরেও ঢুকে পড়েছিল তারা, পরে সেখানে ভাঙ্গচুর চালানোর অভিযোগ ওঠে খালিস্থান পন্থীদের বিরুদ্ধে। লন্ডনে ভারতীয় দূতাবাসে এই একই ধরনের হামলা চালিয়েছিল খালিস্থান পন্থীরা। সেখানে ভারতের জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয়েছিল, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *