বন্দুক তরোয়াল নিয়ে থানায় হামলা, অমৃতসরে খালিস্থানপন্থীদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি

আমাদের ভারত, ২৪ ফেব্রুয়ারি:
বন্দুক তরোয়াল হাতে পুলিশের ব্যারিকেড ভেঙে থানায় হামলা চলল। বৃহস্পতিবারই এমনই ভয়ংকর ছবি দেখা গেছে পাঞ্জাবের অমৃতসরের আজনাল তানা এলাকায়। খালিস্থান পন্থী দল ওয়ারিস পাঞ্জাব বদে দলের নেতা অমৃত পাল সিং এর ঘনিষ্ঠ সহযোগী লাভপ্রীত তুফানের গ্রেফতারের বিরুদ্ধে হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অমৃত পাল দাবি করেন তুফানের বিরুদ্ধে যে এফ আই আর করা হয়েছে তা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। সশস্ত্র অবস্থায় তিনি হুমকি দেন অবিলম্বে লাভপ্রীতের বিরুদ্ধে অভিযোগ খারিজ না করা হলে পরবর্তী ক্ষেত্রে যা ঘটবে তার জন্য প্রশাসন দায়ী থাকবে।

সংবাদ সংস্থা এনআইকে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এফ আই নথিভূক্ত করা হয়েছে যদিও এক ঘন্টার মধ্যে মামলা বাতিল না করা হয় তাহলে যা হবে তার জন্য দায়ী থাকবে কর্তৃপক্ষ। ওরা মনে করে আমরা কিছু করতে পারি না , তাই এই বল প্রদর্শন দরকার ছিল।

স্বঘোষিত খালিস্থানপন্থী নেতা অমৃত পাল সিং এবং তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে অপহরণ চুরি, দাঙ্গা, মারধর, অবৈধ জমায়েতের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অমৃত পাল সিং এর এক প্রাক্তন সহকারি ভারিন্দর সিং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তার অভিযোগ ছিল তাকে অমৃত পাল সিং এবং তার সহযোগীরা অপহরণ করে ব্যপক মারধর করেছিল। তার করা গত সপ্তাহে মামলার ভিত্তিতে লভ প্রীত তুফানকে গ্রেফতার করা হয়।

কিন্তু অমৃত পালের দাবি লাভপ্রীত নির্দোষ। গত সপ্তাহে গ্রেফতারের পর থেকে তাকে নির্যাতন করা হচ্ছে। এফ আই আর বাতিল না লাভ করলে থানা ঘেরাও করে রাখার হুমকি দেন তিনি।

সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, “আমরা খুব শান্তিপূর্ণভাবে খালিস্থানের দাবি জানাচ্ছি। হিন্দু রাষ্ট্রের দাবি করা গেলে আমরা কেন খালিস্থানের দাবি তুলতে পারবো না? এর আগে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে আন্দোলনের বিরোধিতার মূল্য চকাতে হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী অমিত শাহ এবং ভগবান সিং মান যেই হোক না কেনো কেউ আমাদের থামাতে পারবে না। আমার ও আমাদের সমর্থকদের বিরুদ্ধে তোলা সব অভিযোগ মিথ্যা। ”

গত সপ্তাহে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান শ্রীমান বলেছেন কেউ যদি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঘৃণা সৃষ্টি করতে চায় তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী সেই বক্তব্যের প্রেক্ষিতেই অমৃত পাল সিং এবং সশস্ত্র সহযোগীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে । তবে এদিন পাঞ্জাব পুলিশ শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে লভপ্রীত তুফানকে। তারপরে হিংসাত্মক বিক্ষোভ ও তুলে নেন অমৃত পাল সিংরা। অমৃতসরের এএসপি বলেন, “আমাদের সামনে যে সকল প্রমাণ তুলে ধরা হয়েছে তার ভিত্তিতেই লাভ প্রীত তুফানকে ছেড়ে দেওয়া হচ্ছে। তিনি যে নির্দোষ সেই বিষয়ে ওরা আমাদের যথেষ্ট প্রমাণ দিয়েছেন। ওরা এখন শান্তিপূর্ণভাবে এই জায়গা ছেড়ে যাবেন। আইন আইনের পথে চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *