দাসপুরে এটিএম ভেঙ্গে টাকা লুটের চেষ্টা, গ্রেফতার ভিন রাজ্যের ৩ দুষ্কৃতি, পুরস্কৃত ওসি

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি:
মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গৌরা এলাকায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে টাকা লুট করার চেষ্টা করে দুষ্কৃতীরা। ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সঙ্গে ওই ওই দুষ্কৃতীরা যে গাড়িতে করে এসেছিল সেই গাড়িটিকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, মঙ্গলবার রাতে দাসপুর থানার গৌরাতে এটিএম ভেঙ্গে টাকা লুট করার চেষ্টায় ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ওই তিন জন ভিন রাজ্যের বলে তিনি জানান। ধৃত তিনজন হল মুস্তাক মোল্লা, তার বাড়ি হরিয়ানা, ইমতিয়াজ আলী, তার বাড়ি বিহারের পাটনা ও মিঠুন রায় তার বাড়ি অসমে বলে পুলিশ সুপার জানান। তিনি বলেন, এই তিনজনের কাছ থেকে একটি বন্দুক, দুই রাউন্ড গুলি, গ্যাস কাটার যন্ত্র সহ এটিএম ভাঙ্গার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এরা সারা ভারতবর্ষ জুড়ে এটিএম লুট করে। এরা যে গাড়িতে করে এসেছিল সেই গাড়ির নম্বর জাল। দাসপুর ও ডেবরা থানার পুলিশ যৌথ উদ্যোগে গাড়িটিকে উদ্ধার করেছে।

২০২০ সালের ১৯ অক্টোবর ডেবরাতে এটিএম ভেঙে ২০ লক্ষ টাকা লুট করার ঘটনা ঘটে। সেই ঘটনার সাথে এরা জড়িত ছিল। এই তিন জনকে পুলিশ গ্রেফতার করায় এটা পুলিশের বড় সাফল্য বলে তিনি দাবি করেন। সেই সঙ্গে তিনি বলেন, আর কারা ওই ঘটনার সাথে জড়িত রয়েছে তা চিহ্নিতকরণের কাজ শুরু করা হয়েছে। তিন দুষ্কৃতিকে গ্রেফতার ও তারা যে গাড়িতে এসে ছিল সেই গাড়িটি আটক করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে দাসপুর ও ডেবরা থানার ওসিকে কুড়ি হাজার করে টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *