বৌমাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রৌঢকে কুপিয়ে খুনের চেষ্টা

আমাদের ভারত, মালদা, ১০ ফেব্রুয়ারি: বৌমাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রৌঢকে কুপিয়ে খুনের চেষ্টা। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে মালদা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায়। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

জানা গিয়েছে, আহতর নাম রাম পাল(৫৭)। বাড়ি মালদা থানার পাল পাড়া এলাকায়। অভিযুক্তর নাম রঞ্জন দাস। সম্প্রতি রাম পালের ভাইপোর স্ত্রীকে নানা অচ্ছিলায় কটূক্তি শুরু করে রঞ্জন দাস। ঘটনার প্রতিবাদ করায় পরিবারকে হুমকি দিতে শুরু করে অভিযুক্ত রঞ্জন ও তার পরিবারের সদস্যরা। গতকাল বিষয়টি নিয়ে আলোচনার জন্য যান রাম পাল এবং আরও একজন যান। কিন্তুু আলোচনা না করে রাম পালের ওপর চড়াও হয়ে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। এরপর অভিযুক্ত ফাঁড়িতে গিয়ে আত্ম সম্পর্ন করে। দুইজনে গুরুত্বর আহত অবস্থায় মালথা মেডিক্যালে চিকিৎসাধীন। গুরুত্বর আহত রাম পালকে কলকাতায় স্থানান্তর করা হরেছে। গোটা ঘটনায় মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here