সাথী দাস, পুরুলিয়া, ১০ জানুয়ারি: কাশীপুরে শুভেন্দুর সভায় গাড়ি ঢুকিয়ে সভা বানচালের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর সভা চলাকালীন ওই তৃণমূল নেতার গাড়ি সভাস্থলে ঢুকতেই উত্তেজনার সৃষ্টি হয়। গাড়ি থেকে নেমে ওই নেতা তৃণমূলের ঝান্ডা উঁচিয়ে নাড়াতে নাড়াতে বিজেপি কর্মীদের উত্যক্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ। শুভেন্দু অধিকারী মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেতার সেই গাড়িকে ছেড়ে দিতে বললেও উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মীরা। ওই তৃণমূল নেতার উপর বিজেপি কর্মীরা ঝান্ডার লাঠি নিয়ে চড়াও হন। ঘাড় ধাক্কা দিয়ে সভা স্থল থেকে ওই নেতাকে তাড়িয়ে দেন।
শুভেন্দু অভিযোগ করে বলেন, “তৃণমূল পরিকল্পনা করে সভা বানচাল করার চেষ্টা করে। একটা পথ সভায় হাজার হাজার মানুষের সমাগম মেনে নিতে পারছে না তৃণমূল। তাই এই অপচেষ্টা।”
স্থানীয় ভাবে জানা গিয়েছে ওই তৃণমূল নেতার নাম ধনঞ্জয় চৌবে। তিনি আদ্রা শহর যুব তৃণমূলের সভাপতি। তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।