চুয়াডাঙ্গা হাইস্কুলে প্রয়াণ দিবসে ঋষি অরবিন্দ স্মরণ

আমাদের ভারত, মেদিনীপুর, ৫ ডিসেম্বর: বৃহস্পতিবার মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে ৭০তম প্রয়াণ দিবসে স্মরণ করা হল স্বাধীনতা সংগ্রামী ঋষি অরবিন্দ ঘোষকে। এদিন বিদ্যালয় ক্যাম্পাসে ঋষি অরবিন্দর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে স্মরণ করা হল বীর বিপ্লবীকে। পুষ্পার্ঘ্য অর্পণ করেন শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী-ছাত্র-ছাত্রীবৃন্দ। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, সুদীপ কুমার খাঁড়া, রবীন্দ্রনাথ মিদ্যা, সঞ্জয়সখা চাবরি, আজিম আলি খান, শিবশঙ্কর বাকলি, সমীর সেন প্রমুখ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here