প্রয়াত গণশক্তি পত্রিকার সম্পাদক অভিক দত্ত

নীল বনিক, কলকাতা, আমাদের ভারত, ১৪ জানুয়ারি: প্রয়াত হলেন গণশক্তি কাগজের প্রাক্তন সম্পাদক অভিক দত্ত। মঙ্গলবার সকাল ৬.২০টা নাগাদ অভিক দত্তের জীবনাবসান হয়। শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ সাড়ে দশটা নাগাদ হাসপাতাল থেকে বেরহয়। সেখান থেকে সোজা এগারোটা নাগাদ নিয়ে যাওয়া হয় অভিক দত্তের বাড়িতে। তারপর আনা হয় সিপিএমের রাজ্য দপ্তরে। দলের সদর দপ্তর মুজাফফর আহমেদ ভবন ঘুরে গণশক্তি ভবনে নিয়ে যাওয়া হবে। গণশক্তি ভবন থেকে প্রেসক্লাব হয়ে নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে বলে আলিমুদ্দিন সূত্রের খবর।

অভিকদত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, অভিক দত্ত মেহনতি মানুষের জন্য কলম ধরেছিলেন। মেহনতি মানুষের কথা তিনি গবশক্তিতে লিখতেন। তার অকাল প্রয়াবে গণশক্তি তথা বাম আন্দোলনের ক্ষতি হল। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, অভিক দত্তের মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবারকে আমি আমার সমবেদনা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *