
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ মার্চ: চোলাই মদের ভাটিতে অভিযান নয়। চোলাই মদ যাতে মানুষ না খান তার জন্য প্রচার শুরু করল ঝাড়গ্রাম জেলার আবগারি দপ্তর। মানুষকে চোলাই মদ খাওয়ার বিপদ থেকে সতর্ক করল তাঁরা।
এতদিন আবগারি দপ্তর চোলাই মদ যেখানে তৈরি হয় সেখানে হানা দিয়ে সেই ভাটিখানা ভেঙ্গে সব মদ নষ্ট করে দিত। এছাড়া মদ যেখানে বিক্রি হত সেখানেও হানা দিত। কিন্তু তাতেও কমছে না এই চোলাই মদের রমরমা কারবার। তাই আবগারি দপ্তর এবার বেছে নিল অন্য পথ। মানুষকে সচেতন করতে এবার প্রচার শুরু করল তারা। প্রচার শুরু করলো বেলিয়াবেড়া থানার ফেঁকো হাটে। আজ এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন
আবগারি অধিদপ্তর অনির্বাণ সান্যাল, শিয়া গ্রামীণ হাসপাতালে বিএমওএইচ ডঃ খাগেন্দ্রনাথ মাহাতা, বেলিয়াবের থানার ওসি সৌরভ ঘোষ বিশিষ্ট সমাজসেবী নিরঞ্জন দাস সহ বেলিয়াবেড়া থানা ও আবগারি দপ্তরের অন্যান্য কর্মীরা।
এবিষয়ে আফগারি দপ্তরের আধিকারিক অনির্বাণ সান্যাল বলেন, আজ আমাদের এই হাটে শিবির করার মূল উদ্দেশ্য হল এই হাটে বিভিন্ন জায়গার মানুষ আসেন বিভিন্ন জিনিস কেনাকাটা করেন। এখানে যারা আছেন তারা সবাই মদ খান বা মদের সাথে যুক্ত এমন নয়। চোলাই মদ আমাদের শরীরের কতটা ক্ষতি করে এই বার্তা আপনাদের বাড়িতে গিয়ে ছড়িয়ে দিন। এই মদের অভ্যাস ছাড়লে তবেই সমাজ উন্নত হবে, কারণ আপনারা আমাদের সমাজের সিংহভাগ। আপনারা ছাড়া আমাদের সমাজ চলবে না তাই আজ আপনারা সহযোগিতা করলে আমরা মদের হাত থেকে রক্ষা পাবো।