সাথী দাস, পুরুলিয়া, ২৪ জুন: করোনা আবহে উঁকি দিচ্ছে মশা ও পতঙ্গ বাহিত রোগ। এই রোগের প্রাদুর্ভাব ঘটার মুহূর্তে নিতুড়িয়া ব্লকে গ্রাম সম্পদ কর্মীদের নিয়ে আয়োজিত হল একটি বিশেষ কর্মশালা। স্থানীয় পঞ্চায়েত সমিতি ও ব্লকের আয়োজক।
কর্মশালায় করোনা পরিস্থিতিতে সামাজিক আচরণবিধির পরিবর্তনশীলতার সঙ্গে সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া জাতীয় পতঙ্গ বাহিত সংক্রমণ নিয়ে সচেতনতার প্রসার ছিল এই কর্মশালার মূল বিষয়বস্তু। পাশাপাশি এদিন উপস্থিত গ্রাম সম্পদ কর্মীদের বিতরণ করা হয় বিশেষ সুরক্ষা কিট। কর্মশালায় উপস্থিত ছিলেন নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারি সভাপতি, কর্মাধ্যক্ষগণ ও স্থানীয় বিডিও।