
আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: বাল্যবিবাহ ও শিশু পাচারের উপর একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হল কাঁথিতে। জেলার বিভিন্ন প্রান্তের পুরোহিত, কাজী, মৌলবি, শিক্ষক, ছাত্রী, আইনজীবী, স্থানীয় পঞ্চায়েত, ডাক্তার, অভিভাবক এই কর্মশালায় যোগ দেন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের সহযোগিতায় কাঁথির বীরেন্দ্র স্মৃতিসৌধে আজ জেলার বিভিন্ন প্রান্তের পুরোহিত, কাজী, মৌলবি, শিক্ষক, ছাত্রী, আইনজীবী, স্থানীয় পঞ্চায়েত, ডাক্তার, অভিভাবকদের নিয়ে একদিনের একটি সচেতনতামূলক কর্মশালা বাল্যবিবাহ ও শিশু পাচারের উপর অনুষ্ঠিত হয়।
উক্ত শিবিরের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের কনসালটেন্ট সুদেষ্ণা রায়, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ সুদীপ সরকার। এছাড়া পূর্ব মেদিনীপুর জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারপার্সন ডক্টর দিলীপ কুমার দাস এবং কাঁথি পৌরসভার পৌর পিতা শ্রীসৌমেন্দু অধিকারী, এসডিপিও কাঁথি অভিষেক চক্রবর্তী, মহকুমা শাসক কাঁথি শুভময় ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুর জেলা শিশু ও নারী উন্নয়ন, জনকল্যাণ সমিতির কর্মাধ্যক্ষ শ্রীমতি সুমিত্রা পাত্র, ডি.এস.পি জাবেদ হোসেন, যুগ্ম স্বাস্থ্য আধিকারিক নন্দীগ্রাম সমুদ্র সেনগুপ্ত, বিভিন্ন এনজিও প্রতিনিধি, আইনজীবী পূর্ব মেদিনীপুর এবং অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রায় ৪০০ জন প্রতিনিধি এই শিবিরে অংশ নেয়। শিবিরে বাল্যবিবাহ ও শিশু পাচারের কারণ ও সম্ভাব্য বিপদ সম্বন্ধে বিস্তারিত আলোচনা হয়। শিশুদেরকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য সকল স্তরের মানুষের কাছে আবেদন রাখা হয়। জেলা সমাজ কল্যাণ আধিকারিক শ্রী পূর্ণেন্দু পৌরাণিক মহাশয় বলেন যে, পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে ইতিমধ্যে জেলার প্রত্যেকটি ব্লকে এই ধরনের সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে যাতে সর্বস্তরের মানুষ জনের কাছে এই সচেতনতা পৌঁছে যায় এবং যাতে অদূর ভবিষ্যতে এ ধরনের সমস্যা থেকে শিশুদের আমরা সম্পূর্ণভাবে সুরক্ষিত করতে পারি।