করোনার হাত থেকে বাঁচতে মানুষকে দলবদ্ধ ভাবে থাকতে মানা আরামবাগ থানার

আমাদের ভারত, আরামবাগ, ২১ মার্চ: করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে টহলদারি শুরু করল
আরামবাগ থানা ও প্রশাসন। আরামবাগ থানার অন্তর্গত মহকুমা হাসপাতাল, বাস স্ট্যান্ড ও বিভিন্ন এলাকায় এই টহলদারি চলে।

এক জায়গাতে একাধিক লোকজন থাকলে তাদের একত্রিত থাকতে মানা করা হচ্ছে। এমনকি ৫ জন লোক একসঙ্গে থাকলেও তাদের সরিয়ে দেয় পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে যে করোনা ভাইরাস একটা মারাত্মক রোগ। জ্বর, সর্দি, কাশি থেকে এটা দ্রুত ছড়িয়ে পড়ে। কোনও ব্যক্তির মধ্যে এই সব উপসর্গ দেখা গেল চিকিৎসকদের সাথে যোগাযোগ করতে হবে। তবে অযথা এই সব নিয়ে নিজেদের মধ্যে কেউ
গুজব রটাবেন না। গুজবে কান দেবেন না। গুজবে সমাজের অনেকটা ক্ষতি হতে পারে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here