শিবপুর আইআইইএসটি’তে অনুষ্ঠিত ‘আজাদি কি অমৃত মহোৎসব’

আমাদের ভারত, হাওড়া, ১৫ আগস্ট: ভারত সরকারের নির্দেশে যথাযোগ্য মর্যাদায় আইআইইএসটি শিবপুরে সকলের সহযোগিতায় অনুষ্ঠিত হল ‘আজাদি কি অমৃত মহোৎসব’ অনুষ্ঠান।

প্রতিষ্ঠানের ডিন অধ্যাপক ডঃ সুদীপ্ত মুখার্জি এই প্রতিবেদককে জানান, ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের অধিকর্তা অধ্যাপক পার্থসারথি চক্রবর্তি। এর পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা। অংশ নেয় বি কলেজ মডেল স্কুল এর ছাত্র-ছাত্রীরা ও উদয়ন সব পেয়েছি আসরের সদস্যরা।

আইআইইএসটি শিবপুরে ছাত্রছাত্রীদের একটি সামাজিক সংগঠন আশপাশের ছোট ছোট বাচ্চাদের মধ্যে মিষ্টির প্যাকেট পতাকা বিতরণ করেন। এটি ছিল সরকারি অনুষ্ঠান। প্রতিষ্ঠানের কর্মচারীরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেন। পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারাও তাতে যোগ দেন।

অনুষ্ঠানের প্রথম দিন ১১ আগস্ট অনুষ্ঠানের শুভ সূচনা হয় স্বামী কিরুটি প্রদানন্দ জী মহারাজের বক্তৃতার মধ্য দিয়ে। বিষয় – ‘রিজুভিনেশন অফ ইণ্ডিয়া, স্বামী বিবেকানন্দস ভিশন’। দ্বিতীয় দিন অর্থাৎ ১২ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন করা হয় প্রদর্শনীর। এগুলি ভারতের বিভিন্ন প্রান্তের ছাত্র ছাত্রীরা নিজে হাতে তৈরি করেছিল। বিষয় ছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের অবদান এবং সংশ্লিষ্ট অঞ্চলের সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরা। প্রদর্শনী সকলের দেখার জন্য খোলা ছিল।

১৩ আগস্ট সকালে একটি তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ছবি সহ দেশের জাতীয় পতাকা নিয়ে এই যাত্রা আইআইইএসটি ক্যাম্পাস এবং পারিপার্শ্বিক অঞ্চল পরিক্রমা করে। এখানে অধ্যাপক ছাত্র-ছাত্রী কর্মচারী বন্ধুরা যোগ দেন। সঙ্গে যোগ দেয় বি কলেজ মডেল স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা ও উদয়ন সব পেয়েছির আসর।

১৩ ও ১৪ আগস্ট সন্ধ্যেবেলায় ছিল প্রথম দু’ ঘন্টা একটি বিশেষ অনুষ্ঠান। পরবর্তী এক ঘন্টা ছিল আমাদের ছাত্র-ছাত্রীদের মিউজিক ক্লাব এবং ডান্স ক্লাবের অনুষ্ঠান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *