ফেসবুকে ঘোষণা করে বিজেপি ছাড়লেন বাবুল সুপ্রিয়

রাজেন রায়, কলকাতা, ৩১ জুলাই: দলের বহু বিপদে পাশে দাঁড়িয়েছেন তিনি। বিধানসভা ভোটের পর তাকে আর মনেই পড়েনি দলের। বহুদিন ধরেই ছিল চাপা অভিমান। এবার ফেসবুক পোস্টের মাধ্যমে ঘটল তারই বিস্ফোরণ। ফেসবুকে ঘোষণা করে বিজেপি ছাড়লেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। তবে অন্য কোনও দলে তিনি যোগ দেবেন না এমনটাই জানিয়েছেন।

ফেসবুকে আসানসোলের সাংসদ লিখেছেন, “চললাম.. আলবিদা। সবার সব কথা শুনলাম– বাবা, (মা) স্ত্রী, কন্যা, দুএকজন প্রিয় বন্ধুবান্ধব.. সবটুকু শুনে বুঝে অনুভব করেই বলি, অন্য কোনও দলেও যাচ্ছি না।সমাজসেবার কাজ করতে হলে কোনও দলে থাকতে হয় না। পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।”

২০১৪, ২০১৯ পরপর দুবার আসানসোল থেকে বিরাট ব্যবধানে জিতে বিজেপি সাংসদ হন বাবুল সুপ্রিয়। দু’বারই প্রতিমন্ত্রীও হন। কিন্ত পূর্ণ মন্ত্রিত্ব পাওয়া হয়নি তাঁর। মন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। এদিন সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি ছাড়লেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *