কালিয়াগঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থী কমল সরকারের হয়ে ভোট প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ নভেম্বর: নির্বাচনের পারদ যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন দলের প্রচারের পারদও বেড়ে যাচ্ছে। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে হাতে আর কয়েকটা দিন বাকি। তাই কালিয়াগঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থী কমল সরকারের ভোট প্রচারে এদিন সকালে রায়গঞ্জে পৌছালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সকালে তিনি রায়গঞ্জে একটি সাংবাদিক সম্মেলন করে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কমল সরকারের প্রচারে বেরিয়ে পরে। রায়গঞ্জ থেকে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় হেমতাবাদে পৌছে বাইক চালিয়ে দলীয় কর্মীদের সাথে নিয়ে র‍্যালি করে কালিয়াগঞ্জে ভোট প্রচার সভায় আসেন। ওই বাইক র‍্যালিতে ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার, জেলা সভাপতি নির্মল দাম সহ অন্যান্য নেতাকর্মীরা।

কালিয়াগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী কমল সরকারের সমর্থনে হাসপাতালপাড়া ময়দানে বিকেলে সভামঞ্চে বাইক নিয়ে হাজির হন তিনি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here