বড় চমক, দিল্লি নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহাওয়াল

নীল বনিক, আমাদের ভারত,২৯ জানুয়ারি: দিল্লি বিধানসভা ভোটের আগে বড় চমক বিজেপির। ভারতের তাড়কা ব্যামিন্টান খেলোয়াড় সাইনা নেহাওয়াল বুধবার সরাসরি বিজেপিতে যোগদান করলেন।

আজ দিল্লিতে দলের কেন্দ্রীয় সদর দফতরে বিজেপিতে যোগদান করেন সাইনা নেহাওয়াল। তাঁকে দলের তরফ থেকে গেরুয়া পতাকা তুলে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরুন সিংহ। সাইনা নেহাওয়াল বিজেপিতে যোগদান করে বলেন, আমি নিজে খেলোয়াড় জীবনে প্রচুর পরিশ্রম করি। তাই যারা পরিশ্রম করেন তাদের আমি ভালোবাসি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারাদিন দেশের জন্য পরিশ্রম করেন। তাঁকে দেখে উদ্বুদ্ধ হয়েই আমি বিজেপিতে যোগদান করেছি।

দিল্লি বিধানসভায় দলের হয়ে প্রচার করবেন বলেও জানান তিনি। আগামী দিনে বিজেপির হয়ে লোকসভায় প্রার্থী হবেন কিনা, সে প্রশ্নের কৌশলি উত্তর দিলেন সাইনা। তিনি বলেন, তা দল ঠিক করবে। তবে আমি এইমুহূর্তে অলেম্পিক নিয়ে ভাবছি। দেশের হয়ে অলেম্পিকে সোনা জেতাই তাঁর মূল লক্ষ্য বলে জানান সাইনা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here