৩১ জানুয়ারি বিজেপিতে যোগদান করতে চলেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক বৈশাখী ডালমিয়া

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ জানুয়ারি:
অবশেষে বিজেপিতে যোগদান করছেন বৈশাখী ডালমিয়া। আগামী ৩১ জানুয়ারি বালির বিধায়ক পদ্ম শিবিরে যাচ্ছেন। সূত্রের খবর, অমিত শাহের উপস্থিতিতেই তিনি বিজেপিতে যোগদান করবেন। আগামী ৩০ জানুয়ারি রাজ্য সফরে আসছেন অমিত শাহ। হাওড়াতে একটি জনসভা করবেন তিনি। এছাড়াও হেস্টিংসে বিজেপির একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

প্রথমে হাওড়া জেলা থেকে বেসুরো হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপরই তৃণমূলে বেসুরো হয়েছেন রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। তার দেখাদেখি বেসুরো হয়েছিলেন প্রয়াত জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া। সরাসরি হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ রায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। প্রশ্ন তুলেছিলেন দলে উই পোকাদের জায়গা পাওয়া নিয়ে। দলের বিরুদ্ধে মুখ খোলায় তাকে প্রথমে সতর্ক করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু কয়েকদিন যেতেই ফের দলের বিরুদ্ধে মুখ খোলেন তিনি।

রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব ত্যাগ করতেই ফেসবুক খুলেছিলেন বৈশাখী ডালমিয়া। তিনি জানিয়েছিলেন, দলে কাজ করা মানুষগুলো সরে যাচ্ছেন। এরপরই দল বিরোধী কাজ করার জন্য বহিষ্কার করা হয় বৈশাখী ডালমিয়াকে।

বহিষ্কার নিয়েও রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেছিলেন বালির বিধায়ক। দলীয় সূত্রের খবর, দীর্ঘ এক বছর ধরেই বিজেপির সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। রাজস্থানের হেভিওয়েট বিজেপি নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বৈশাখী ডালমিয়ার। বিজেপির দিল্লির অনেক নেতার সঙ্গে নিয়মিত এক বছর যোগাযোগ রেখে চলেছেন তিনি। এমনকি দিল্লিতে গিয়ে সেই সব নেতাদের সঙ্গে নিয়মিত দেখা করতেন। এবার সবকিছু দূর করে সরাসরি বিজেপিতে যোগদান করতে চলেছেন বৈশাখী ডালমিয়া।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here