বালুরঘাটে আইন ভাঙার খেলায় আইন কলেজের ছাত্র-ছাত্রীরা! লাঠি, ব্যাট ও উইকেট দিয়ে তুমুল মারপিট দুই তৃণমূল ছাত্র গোষ্ঠীর

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ মার্চ: লাঠি, ব্যাট ও উইকেট হাতে দুই কলেজ পড়ুয়া গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র। মন্ত্রী আসার আগে এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায় বালুরঘাট আইন কলেজে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন উভয়পক্ষের বেশ কয়েকজন ছাত্রছাত্রী। যাদের মধ্যে মৃগাঙ্ক ঘোষ নামে এক কলেজ পড়ুয়া বর্তমানে রক্তাক্ত অবস্থায় চিকিৎসাধীন বালুরঘাট জেলা হাসপাতালে।

এদিকে এই ঘটনার খবর পেয়েই এলাকায় পৌছায় বালুরঘাট থানার বিরাট পুলিশ বাহিনী। নামানো হয় কমব্যাট ফোর্স। মারপিটের কথা অবশ্য স্বীকার করেছেন টিচার ইনচার্জ।

জানা যায়, শনিবার ছিল বালুরঘাট আইন কলেজের গভর্নিং বডির মিটিং। যেখানেই হাজির হবার কথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা ওই কলেজের সভাপতি বিপ্লব মিত্রের। তার আগে এদিন সকাল থেকে একদল ছাত্র কলেজ প্রাঙ্গনে জটলা করতে থাকে। কলেজের বিভিন্ন সমস্যা সহ গভর্নিং বডির সভাপতিকে তারা মানেন না, এই শ্লোগান তুলে বিক্ষোভও দেখাতে থাকে বলে অভিযোগ। যেখানে সামিল হতে আপত্তি জানায় কলেজের অপর একদল ছাত্র ছাত্রী। যে ঘটনা নিয়েই ঝামেলার সুত্রপাত। এরপরেই বিক্ষোভরত ছাত্রদের একাংশ ব্যাট ও উইকেট হাতে মারমুখী হয় ওই ছাত্রদের উপর বলে অভিযোগ। চলে কলেজ প্রাঙ্গনে উভয়পক্ষের তুমুল মারপিট। যার জেরেই গুরুতর আহত আহত হয়েছেন উভয়পক্ষের বেশ কয়েকজন ছাত্রছাত্রী। ঘটনায় মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন মৃগাঙ্ক ঘোষ নামে এক কলেজ পড়ুয়া। যিনি বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এই ঘটনা নিয়ে একদল ছাত্রছাত্রী মৃগাঙ্ক ও তার দলবলের বিরুদ্ধে কলেজে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ তুলেছেন।

তাদের অভিযোগ, মৃগাঙ্ক ও তার দলবল কলেজ চত্বরে রীতিমতো দাদাগিরি দেখান। ক্লাস করতে চাইলে তাদের মারধর করা হয়। এদিন গভর্নিং বডির মিটিংয়ের বিরোধীতায় তারা সামিল না হওয়ায় তাদের মারধর করা হয়েছে। যদিও তাদের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে অপর গোষ্ঠী। তাদের দাবি, কলেজের অব্যবস্থা নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছিলেন তারা। সেই সময় কিছু বহিরাগত তাদের উপর চড়াও হয়েছে। ঘটনায় রক্তাক্ত হয়েছেন একজন।

সৌসাম্য ঘোষ ও প্রিয়াঙ্কা চ্যাটার্জিরা বলেন, কলেজে এসেছেন তারা পড়াশোনা করতে। কিন্তু তাদের ক্লাস করতে দেওয়া হয় না। ক্লাস করতে চাইলে তাদের মারধর করে মৃগাঙ্ক ও তার দলবল। এদিন গভর্নিং বডির মিটিংয়ের বিরোধীতায় তারা সামিল না হওয়ায় উইকেট, ব্যাট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে।

রুপস সাহা নামে অপর গোষ্ঠীর এক ছাত্র বলেন, কলেজের অব্যবস্থা নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালাবার সময় তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে।

বালুরঘাট আইন কলেজের টিচার ইনচার্জ ডক্টর জ্যোতিপ্রকাশ রায় বলেন, কলেজের গভর্নিং বডির মিটিং রয়েছে। ছাত্ররা দুই গোষ্ঠীতে বিভাজিত হয়ে হাতাহাতি করেছে। পরে পুলিশকে ডেকে পরিস্থিতি স্বাভাবিক করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *