টাইম-টু টাইমের জমকালো বর্ষবরণ উৎসবে মুখরিত বালুরঘাট, জুম্বা ড্যান্সে কোমর দোলালেন আট থেকে আশি

আমাদের ভারত, বালুরঘাট, ১ জানুয়ারী : জমকালো বর্ষবরণ উৎসবে মুখরিত বালুরঘাট। মঙ্গলবার সন্ধ্যে থেকে শহরের প্রাচীন ১৯২৮ ক্লাব প্রাঙ্গণে ২০২০ কে স্বাগত জানাতে ভিড় জমায় বাসিন্দারা। রঙবেরঙের আলোর রোশনায় সেজে ওঠে ক্লাব প্রাঙ্গন ও আশপাশের এলাকা। টাইম টু টাইমসের উদ্যোগে বহিরাগত শিল্পী ছাড়াও জুম্বা ড্যান্সের আসর বসে ক্লাব প্রাঙ্গণে। আর যাকে ঘিরেই সন্ধ্যে থেকেই ভিড় জমাতে শুরু করেন শহরের আট থেকে আশি সকলেই। রাত বাড়তেই বর্ষবরণের আনন্দে উৎফুল্ল যুবক যুবতীরা কোমর দোলান সকলেই। ঘড়িতে ১২টা বাজতেই হরেক রকম বাজি প্রদর্শনীর মাধ্যমে ২০১৯কে বিদায় জানিয়ে ২০২০কে স্বাগত জানান উদ্যোক্তারা। প্রায় দু বছর ধরে চলা টাইম টু টাইমসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান আগামীতে শহরের মানুষকে বর্ষবরণের আরও ভিন্ন স্বাদ পেতে সাহায্য করবে বলে জানান উদ্যোক্তারা।

শিবেন লাহা,পীযুষ কান্তি মজুমদাররা জানিয়েছেন, টাইম টু টাইমসের উদ্যোগে সকলকে একত্রিত করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এমন আয়োজন। আগামীতে সমাজের কাজে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সকলকে একসাথে চলার বার্তা দেওয়া হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here