পাগড়ি বিতর্কের অবসান! মুক্ত করে দেওয়া হল বলবিন্দর সিংকে

রাজেন রায়, হাওড়া, ১৯ অক্টোবর: নবান্ন অভিযানের দিন তাঁর পাগড়ি খুলে দেওয়া নিয়ে প্রবল বিতর্কে উত্তাল হয়েছিল রাজ্য থেকে দেশের রাজনীতি। তাকে মুক্ত করার জন্য নিয়মিত টুইটে দাবি করে যাচ্ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকরও। অবশেষে প্রবল বিতর্ক পেরিয়ে দুর্গাপুজোর আগে তৃতীয়াতেই মুক্তি পেলেন বলবিন্দর সিং। এদিন তাকে মুক্তির নির্দেশ দিল হাওড়া আদালত।

প্রসঙ্গত, ৮ অক্টোবর বিজেপির নবান্ন অভিযানের মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে সেই সময়ে তাঁর পাগড়ি খুলে দেওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে প্রবল বিতর্কের ঝড় ওঠে, যা আছড়ে পড়ে ভিনরাজ্যেও।

তদন্তে জানা গিয়েছে, তাঁর কাছে থাকা আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স আছে এবং তিনি একজন বিজেপি নেতা প্রিয়াংশু পাণ্ডেল দেহরক্ষী। যখন তাঁকে গ্রেফতার করা হয়, তার পর প্রথমে তিন দিন আর পরে বিচারক তাঁকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। তারপর তাঁর স্ত্রী বারবার হাওড়া থানায় তাঁর মুক্তির জন্য আবেদন করে গিয়েছেন। এমনকি বলবিন্দরের মুক্তির আর্জি জানিয়ে তিনি নবান্নের সামনে ধরনায় বসার কথাও বলেছিলেন।

কিন্তু তারপরই পরিস্থিতি পরিবর্তন হতে থাকে। বলবিন্দরের স্ত্রীকে পুজোর উপহার পাঠান মুখ্যমন্ত্রী। সুবিচারের আশ্বাসও দেন। এরপর এ দিন হাওড়া আদালতে তাকে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি পুলিশ। সেই কারণে তাকে মুক্তির নির্দেশ দেয় আদালত। বলবিন্দরের অবশেষে মুক্তিতে স্বাভাবিক ভাবেই খুশি পরিবার ধন্যবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *