স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ মে:
শান্তিপুর শহর আইএনটিটিইউসির উদ্যোগে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শনিবার শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের শান্তিগর এক নম্বর কলোনি এলাকায় শান্তিপুর আইএনটিটিইউসি’র উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সিরিয়ালের অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এছাড়া উপস্থিত ছিলেন নদিয়া জেলা আইএনটিটিইউসি’র সভাপতি দেবাশীষ গাঙ্গুলি, শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও শান্তিপুর শহর আইএনটিটিইউসি সভাপতি সনৎ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। এদিন আইএনটিটিইউসি’র এই রক্তদান শিবিরে শতাধিক মানুষ রক্ত দান করেন। পাশাপাশি এই মহতী রক্তদান শিবিরের মধ্য দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আইএনটিটিইউসি।
রক্তদান শিবিরের শেষে বাংলা সিরিয়ালের বিশিষ্ট অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ বলেন, আমি এই রক্তদান শিবিরে উপস্থিত হতে পেরে খুবই গর্বিত বোধ করছি। রক্তদান মহৎ দান, আমি সম্পূর্ণ অনুষ্ঠানটিতে মানুষের এত উৎসাহ দেখে খুবই আপ্লুত। আমি এতদিন শুনে এসেছি শান্তিপুর মানেই সংস্কৃতি, শান্তিপুর মানেই তীর্থভূমি, আমি শান্তিপুরের মাটিতে পা রাখতে পেরে খুবই আনন্দিত।