পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে “বাংলার গর্ব মমতা” কর্মসূচির সূচনা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি : তৃণমূলের “দিদিকে বলো” পরে আবার একটি নতুন পদক্ষেপ “বাংলার গর্ব মমতা”। আজ রাজ্যের প্রায় সবকটি বিধানসভায় এলাকাতেই এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যেসব জায়গায় বিধায়ক নেই সেসব জায়গায় দলের নেতৃত্ব কি দায়িত্ব দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

পূর্ব মেদিনীপুরে সবকটি বিধানসভা এলাকাতেই বাংলার গর্ব মমতা শীর্ষক অনুষ্ঠানটি হয়। ২০৩ তমলুক বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের বিধায়ক না থাকায় তমলুক শহরের শহর সভাপতি বিশ্বকাপ মহাপাত্রের দায়িত্বে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়। ৭৫ দিনব্যাপী জনসংযোগ গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির রূপায়ণে তৃণমূল কর্মী সম্মেলনের সূচনা হল প্রদীপ জালিয়ে ও শপথ বাক্য পাঠের মাধ্যমে। তমলুকের সুবর্ণজয়ন্তী হলে অনুষ্ঠানটি হয়। তৃণমূলের নেতৃত্ব কর্মসূচীর বিস্তারিত ব্যাখ্যা করেন। তমলুকের মতোই অন্যান্য যেসব জায়গায় বিধায়কের আছেন তারা এই দায়িত্ব নিয়ে এই কর্মসূচি পালন করেছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here