
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ মার্চ:
নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার বাদকুল্লায় “বাংলার গর্ব মমতা” কর্মসূচি নিয়ে আজ কৃষ্ণগঞ্জ ব্লক কর্মীদের নিয়ে বৈঠক করলেন প্রমথ রঞ্জন বোস। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, সমস্ত মান-অভিমান ভুলে একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে হবে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে বিজেপির বিরুদ্ধে কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহ্বান করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের কাজে যদি ভুল হয় আপনারা আমাদের সঠিক দিশা দেখান, আমরা আমাদের ভুল শুধরে নেবার চেষ্টা করব। পাশাপাশি প্রমথ বাবু অভিযোগ করেন, বর্তমান বিধায়ক বিজেপির আশীষ কুমার বিশ্বাস তিনি কারো সাথে যোগাযোগ রাখেন না মানুষ তাই নিজেদের ভুল বুঝতে পেরে আবার তৃণমূলের ছাতার তলায় আসছে।
এতেই বোঝা যাচ্ছে ২০২১ বিধানসভা নির্বাচনে কৃষ্ণগঞ্জ বিধানসভায় তৃণমূলের হারিয়ে যাওয়া আসন আবার ফিরে আসবে ।