ভরদুপুরে ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য উত্তর পাড়ায়, লুট কয়েক লক্ষ টাকা

আমাদের ভারত, হুগলী, ৫ জুন: লকডাউনের মাঝেই ব্যাঙ্ক ডাকাতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ঘাটে সাধারণ মানুষের সংখ্যা কমতে থাকছে। সেই সুযোগকে কাজে লাগাল ডাকাত দল। ঘটনা হুগলীর উত্তরপাড়ার সিএ মাঠের কাছে। বড়সর ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুর ২ টোর পরে ৩ জন যুবক আলাদা আলাদা করে ব্যাঙ্কে ঢুকে পড়ে। এরপর পিস্তল দেখিয়ে লুটপাট চালায় তারা। কয়েক লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ব্যাঙ্ক সূত্রে খবর, দুপুরের দিকে ব্যাঙ্কে সেরকম ভিড় ছিল না। সেই সুযোগে তিন জন যুবক ব্যাঙ্কে ঢুকে ভয় দেখিয়ে এই লুট পাট চালায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here