ম্যানেজার করোনায় আক্রান্ত হওয়ায় ব্যাঙ্ক বন্ধ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ জুলাই:
শালবনিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার করোনায় আক্রান্ত হওয়ায় সোমবার থেকে ওই ব্যাঙ্ক বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটা পর্যন্ত  ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দরজা না খোলায় শালবনি বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কর্মরত সিভিক ভলান্টিয়াররা উপস্থিত গ্রাহকদের জানান, শুক্রবার ওই ব্যাঙ্কের ম্যানেজার রাঁচিতে বাড়ি গিয়ে জানতে পেরেছেন তিনি করোনা পজিটিভ। তাই সতর্কতা মূলক ব্যাবস্থা হিসাবে ব্যাঙ্ক বন্ধ রাখা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো নোটিশ বা পূর্ব ঘোষণা না থাকায় গ্রাহকদের হয়রান হতে হয়েছে।

জানাগেছে, ওই ব্যাঙ্কের ম্যানেজার শালবনি বাজারের দুর্গা মন্দির সংলগ্ন এলাকায়  ভাড়া থাকতেন। মাসের প্রথম দশ দিন ব্যাঙ্কের এই শাখায় গ্রাহকদের বেশ ভিড় থাকে। ফলে কতজন তার প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে এসেছেন তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ব্যাঙ্কের কর্মচারী সহ সাধারণ গ্রাহকদের মধ্যে। এছাড়াও ব্যাঙ্কটিতে পুনরায় কবে কাজ শুরু হবে সে সম্পর্কে কোনো বিজ্ঞপ্তি না থাকায় ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *