উত্তরপাড়ার ব্যাঙ্ক ডাকাতির কিনারা, ধৃত ডাকাতদল

আমাদের ভারত, হুগলী, ৬ জুন: ২৪ ঘন্টার মধ্যে উত্তরপাড়া ব্যাঙ্ক ডাকাতির কিনারা করল চন্দননগর পুলিশ। বামাল সমেত ধরা পড়ল ডাকাত দল। টাকা সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল উত্তরপাড়া রাজেন্দ্র এভিনিউ এর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভর দুপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।ডাকাতির পর ব্যাপক তল্লাশি শুরু করে চন্দননগর পুলিশ।১৭ লাখ ২৮ হাজার ৩২৫ টাকা লুট করে পালাবার সময় কয়েকটা টাকার বান্ডিল রাস্তায় ফেলে যায় ডাকাতরা।তদন্তে নেমে সোর্স ইনফরমেশান ও সিসিটিভি ফুটেজের সাহায্যে দুষ্কৃতিদের খোঁজ শুরু করে পুলিশ।
প্রীতম ঘোষ ওরফে বাবাই ওরফে বাবু ওরফে দেবজিৎ নামে মূল অভিযুক্তকে ধরে পুলিশ। পেট্রল পাম্প ডাকাতির ঘটনায় ২০১৪ সালে ওড়িশায় ধরা পড়ে জেল হয়েছিল প্রিতমের। চৌদহা জেল থেকে ফেরার হয় সে। দশ বারোটা ডাকাতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন জেলায়। সোনার দোকানে ডাকাতি, পেট্রোল পাম্প ডাকাতি, ব্যাঙ্ক ডাকাতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গতকাল ডাকাতির পর ভদ্রকালী মোড়ের পিছনে জঙ্গলে টাকা ভাগ করতে জড়ী হয় দুষ্কৃতিরা। সঞ্জয় পাশেয়ান(ছোটু), তাপস দাস(গোপাল), সঞ্জিব পাশোয়ান ছিলো সেখানে। সেই সময় তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাদের থেকে প্রীতম ওরফে দেবজিৎ এর নাম জানতে পারে পুলিশ। চুঁচু্ড়া রবীন্দ্রনগরে প্রীতমের শ্বশুরবাড়ি পাশের একটি বাড়ি থেকে তাকে ধরা হয়
প্রীতমের কাছ থেকে ১০ লাখ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার হয়।

জানাগেছে, প্রীতম বিহারের বসেরা গ্রাম থেকে সাইকেলে আসে বৃহস্পতিবার। উত্তরপাড়ায় এক সময় থাকত। এরপর ব্যাঙ্কে দুবার গিয়ে রেইকি করে। বাস কনডাক্টর সঞ্জয় পাশোয়ান, তাপস রঙ মিস্ত্রী, সঞ্জিব পাশোয়ান ড্রাইভার, এরা তিনজনই প্রীতমের পূর্ব পরিচিত। ধৃতদের কাছ থেকে একটি বাইক, একটি চার চাকার গাড়ি পাওয়া গেছে যেটা ডাকাতিতে ব্যবহার করা হয়। একটি ওয়ান শাটার উদ্ধার হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here