
সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ মে: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সহ উচ্চ শিক্ষায় বিভিন্ন পরীক্ষায় বাঁকুড়ার পড়ুয়াদের নজরকাড়া সাফল্যে খুশি আপামর বাঁকুড়াবাসী। খুশি জেলার প্রশাসনিক মহল।
আজ এক অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জেলার কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানালো জেলা প্রশাসন।
বাঁকুড়া সার্কিট হাউসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলার ২৮ জন ছাত্র ছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়। জেলা শাসক কে রাধিকা আইয়ার সহ জেলার প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন।এবার মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে তের জন ও উচ্চ মাধ্যমিকে সাত পড়ুয়া সেরা দশে স্হান করে নেয়।
এছাড়াও অলিচিকি ভাষাতেও রাজ্যের সেরা জেলার এক ছাত্র। সেইসঙ্গে তপশীলি ও আদিবাসী কৃতিদের ও সম্বর্ধিত করা হয়।