
আমাদের ভারত, বাঁকুড়া,ব১৯ ফেব্রুয়ারি: প্রয়াত হলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা তথা তৃণমূল নেতা ও বাঁকুড়ার পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান দেবপ্রসাদ কুণ্ডু(তারা)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বুধবার ভোর রাতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন দেবপ্রসাদ কুণ্ডু (তারা)। ১৯৮১ সাল থেকে ২০০৫ সাল বাঁকুড়া পৌরসভার কাউন্সিলর ছিলেন। এরই মাঝে ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি পৌরপ্রধান ছিলেন। ২০০৪ সালে বাঁকুড়া কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও সিপিএম প্রার্থী বাসুদেব আচারিয়ার কাছে তিনি পরাজিত হন।
প্রাক্তন পৌরপ্রধান দেবপ্রসাদ কুণ্ডুর মৃত্যু সংবাদ পেয়ে শোকের ছায়া জেলায়। তৃণমূল কর্মী সমর্থক সহ অগণিত মানুষ পৌরসভা, তৃণমূল ভবনে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন। এদিন তাঁর মরদেহ প্রথমে বাঁকুড়া পৌরসভা ও পরে জেলা তৃণমূল ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে দলীয় নেতা কর্মী থেকে অসংখ্য সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। আজই লখ্যাতড়া মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর তথা প্রাক্তন সভাধিপতি অরূপ চক্রবর্তী জানান, আমাদের তারাদা-র মৃত্যুতে দলের অনেক ক্ষতি হল। জেলা তৃণমূলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। অরূপবাবু বলেন, তারা দা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক আন্দোলনে যোগ দিয়েছেন। তাঁর মৃত্যুতে জেলা তৃণমূলের অপূরণীয় ক্ষতি হল।