‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করলে কি ‘সেই ভোট’ বাড়বে? মমতাকে তোপ তথাগতর

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ৯ মে: পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’- নিষেধাজ্ঞা এবং মণিপুরে না গিয়ে কর্ণাটকের ভোটপ্রচারে অমিত শাহর ব্যস্ততাকে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কটাক্ষ করেছেন। মঙ্গলবার পাল্টা একহাত নিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু টুইটে লিখেছেন, “দুধেল গাই’দের ভোট তো কোঁচড়েই আছে। তাদেরই ভরসায় তো এত ট্যান্ডাই-মন্ডাই, দেশের প্রধানমন্ত্রী হবার ব্যর্থ প্রচেষ্টা। ‘দা কেরালা স্টোরি’ নিষিদ্ধ করলে কি সেই ভোট বাড়বে? উল্টে বাঙালি হিন্দুদের মধ্যে কৌতূহল সৃষ্টি হবে, কী ছিল ওই সিনেমাতে ? কী লুকোবার চেষ্টা করছেন মাননীয়া?”

তথাগতবাবু অপর টুইটে লিখেছেন, “ভারতে এমন কোনো মুখ্যমন্ত্রী আছেন যিনি নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যের বিষয়ে বেশি মাথা ঘামান? মণিপুরে কটা জাতি বা জাতিগোষ্ঠী আছে সে সম্বন্ধে মাননীয়ার কোনো বিন্দুবিসর্গ ধারণা আছে?”

এর প্রতিক্রিয়ায় ইন্দ্রনীল রায় টুইটারে লিখেছেন, “উনি নিজেকে প্রধানমন্ত্রী রূপে এতবার ভেবেছেন যে এখন মাঝে মাঝে ওনার গুলিয়ে যায় যে উনি আসলে এখনও পশ্চিম কাংলার মূর্খমন্ত্রী আছেন নাকি ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেছেন।
মুঙ্গেরিলাল কি হাসিন সপ্নে।”

প্রতিক্রিয়ায় নীল মুখার্জি টুইটারে লিখেছেন, “মণিপুরের জাতিগোষ্ঠী সম্পর্কে উনি ততটাই জানেন যতটা উনি গুজরাটি ভাষায় “কেমন আছেন” কে “কেম ছো” বলা হয় বলে জানেন, এই অগাধ জ্ঞানের জন্যই তো “ইস্ট জর্জিয়া” ইউনিভার্সিটি সারা বিশ্বে একমাত্র তাঁকেই “ডক্টরেট” উপাধিটি প্রদান করেছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *