জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ মে: লাদাখের তুরতুক সেক্টর- নুবরায় ভয়াবহ বাস দুর্ঘটনায় যে সাতজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে তাদের মধ্যে রয়েছেন খড়্গপুর টাউন থানার বারবেটিয়ার বাসিন্দা বাপ্পা খুটিয়া। গতকাল গভীর রাতে এই খবর তার খড়্গপুরের বাড়িতে পৌঁছাতেই খুটিয়া পরিবার সহ গোটা খড়্গপুর শহর জুড়ে শোকের ছায়া নেমে
আসে। বাপ্পা বাড়িতে ছুটি কাটিয়ে এপ্রিল মাসের ২৭ তারিখ আর্মি ক্যাম্পে ফিরে গিয়েছিলেন। গুজরাট থেকে সিয়াচেনে তার পোস্টিং হয়। সিয়াচেন যাওয়ার পথে ধ্বস নামার কারণে সেনাবাহিনীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ক নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় ৭ সেনা জওয়ানের মৃত্যু হয়। আহত হয় ১৯ জন।
এইভাবে খালে পড়ে গিয়ে ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না বাপ্পার বাবা প্রাক্তন আরপিএফ জওয়ান সুকুমার খুটিয়া। বাপ্পা ১১ মাসের একটি কন্যা সন্তান ও স্ত্রীকে ছেড়ে গেলেন। রবিবার তার কফিনবন্দি মৃতদেহ খড়্গপুরের বাড়িতে পৌঁছাবে বলে জানিয়েছেন তার বাবা।