ব্যারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহালয়ের অভিনব স্টল বই মেলায়

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, কলকাতা, ৩০ জানুয়ারি: সোমবার গান্ধীজির প্রয়াণ দিবসেই ব্যারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহালয় রূপ দিতে চলেছে ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা প্রাঙ্গণে তাদের একটি অভিনব স্টল।

সংগ্রহালয়ের অধিকর্তা ডঃ প্রতীক ঘোষ এই প্রতিবেদককে জানিয়েছেন, “ স্টলটি তাঁরা সাজিয়ে তুলছেন গান্ধীজির ‘মোহন থেকে মহাত্মা’ -য় পরিণত হবার অবিরল ঘটনার প্রদর্শনীর মাধ্যমে। ১৮৬৯ সালের ২ অক্টোবর মোহন রূপে জন্মগ্রহণ করা সাধারণ একটি বালক থেকে বিশ্ববরেণ্য মহাত্মা-য় পদার্পণ হওয়ার ইতিহাস দৃশ্যায়িত হবে গান্ধীজির জীবন ইতিহাসের বেশ কিছু বিরল ও দুষ্প্রাপ্য আলোকচিত্রের মাধ্যমে।

সেই সঙ্গে গান্ধী মিউজিয়ামের স্টলে (বইমেলা প্রাঙ্গনের ১ নং গেটের সন্নিকটে স্টল নং ১০১সি) পাওয়া যাবে গান্ধীজি রচিত ও তাঁকে কেন্দ্র করে রচিত এবং স্বাধীনতার ইতিহাস ও মহান ব্যক্তিবর্গের জীবনীমূলক বহু মূল্যবান পুস্তকাদি। গান্ধীজির মহাপ্রয়াণের এইরকম একটি দিনে মহাত্মা গান্ধীর স্মরণে গান্ধী মিউজিয়ামের এই প্রয়াসে বহু মানুষ সামিল হয়ে গান্ধী গবেষণার চর্চাকে আগামী দিনে আরও সমৃদ্ধ করে তুলবে এই আশাই কামনা করে সংগ্রহালয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *