বসন্তের রঙে রেঙে উঠল বিজয় কৃষ্ণ গার্লস কলেজের ছাত্রীরা

আমাদের ভারত, হাওড়া, ৭ মার্চ: প্রাক রঙের উৎসবে মেতে উঠল হাওড়ার বিজয় কৃষ্ণ গার্লস কলেজের ছাত্রীরা। একাধিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্তকে স্বাগত জানালো বিজয় কৃষ্ণ গার্লস কলেজ।

গত বছর প্রথম এই বসন্ত উৎসব শুরু হয় কলেজে। আজ সকাল থেকেই নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অধ্যাপিকা ও ছাত্রীরা কলেজ থেকে একটি শোভাযাত্রা বের করেন। এরপর কলেজে নাচ গান ও আবির খেলায় মেতে ওঠেন সবাই। সবমিলিয়ে রবীন্দ্রভারতীর তিক্ত অভিজ্ঞতার মাঝেই বসন্ত উৎসবকে চেনা রূপে উদযাপন করল হাওড়া গার্লস কলেজ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here