মন্দিরময় পাথরায় বসন্ত উৎসব

আমাদের ভারত, মেদিনীপুর  ১ মার্চ : রবিবার মেদিনীপুর শহরের কাছে মন্দিরময় পাথরায় বসন্ত উৎসবে মেতে উঠেন শিল্পী কলাকুশলী ও এলাকার বাসিন্দারা। কয়েকশো বছরের পুরনো চৌত্রিশটি হিন্দু মন্দির রয়েছে পাথরা গ্রামে। মন্দির গুলির সামনে প্রতি বছর বসন্ত উৎসবে যোগ দিয়ে নাচ, গান ও শিল্পকলা প্রদর্শনীতে মেতে ওঠেন মেদিনীপুর শহর ও পাশাপাশি এলাকার লোকসংগীত রবীন্দ্র সংগীত ও অন্যান্য সংগীতশিল্পী কবি সাহিত্যিক ও শিল্প অনুরাগীরা। তাদের সঙ্গে প্রশাসকদের উপস্থিতিতে বর্ণময় হয়ে ওঠে পাথরা গ্রামের মন্দির প্রাঙ্গণ।

রবিবার বসন্ত উৎসবের উদ্বোধন করেন জেলাশাসক রস্মি কমল। ৬০ বছর ধরে মন্দিরগুলিকে আগলে রাখা এবং বসন্ত উৎসবের উদ্যোক্তা ইয়াসমিন পাঠান বলেন, এবছর বসন্ত উৎসবে ভালো সাড়া পাওয়া গেছে এবং সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *