বিডিওকে মারধরের অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্যদের বিরুদ্ধে, উত্তেজনা গোপীবল্লভপুরে,

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২ জানুয়ারি: জঙ্গল মহল উৎসবকে কেন্দ্র করে উত্তেজনা গোপীবল্লভপুরে।গোপীবল্লভপুরের বিডিও দেবজ্যোতি পাত্র ও তার দেহরক্ষীকে মারধর ও হেনস্থার অভিযোগ গোপিবল্লভপুর ১ ব্লকের বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি দাঙ্গি সরেন ও অন্যান্য সদস্যদের বিরুদ্ধে।

গত, ৩০শে ডিসেম্বর ছাতিনাশোল বিডিও অফিস প্রাঙ্গণে জঙ্গলমহল উৎসব শুরু হওয়ার আগেই মেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, জঙ্গলমহল উৎসবে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যদের গুরুত্ব না দেওয়া। বিডিওকে মারধরের পর উত্তেজনা। চলে দফায় দফায় বৈঠক। অবশেষে বিকেল ৪ টে নাগাদ মেলার সূচনা হয়। এই ঘটনায় গোপিবল্লভপুর থানায় সেদিন সন্ধ্যা নাগাদ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে বিডিও দুই জন জেলাপরিষদের সদস্য ও সাত জন পঞ্চায়েত সমিতির সদস্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় গত বুধবার রাতে ক্ষুদ্র কুটির শিল্প কর্মাধ্যক্ষ মধুমিতা দেহুরীকে গোপিবল্লভপুর, শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষ সেফালি বাসুরিকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। বাকি অভিযুক্ত পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *