ভোট ঘোষণার আগেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড

রাজেন রায়, কলকাতা, ৪ ফেব্রুয়ারি: আর কিছুদিনের মধ্যেই রাজ্যে ঘোষণা হবে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে রেখেছে রাজ্য শিক্ষা দপ্তর। এবার ১১ জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হতে চলেছে, এমনটাই ঘোষণা করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

এবার‌ করোনা আবহে ভোটমুখী বাংলায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে হবে, এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়ে দিল, ১১ জুলাই পরীক্ষা হলে বসেই হবে এই পরীক্ষা। রেজিস্ট্রেশন হবে অনলাইনে। পরীক্ষার্থীদের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য নিজের নাম নথিভুক্ত করতে হবে। করোনা বিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

কলেজ বিশ্ববিদ্যালয় আপাতত বন্ধ থাকলেও ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলি খোলার কথা জানিয়েছে শিক্ষা দফতর। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হওয়ার কথা। তবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার খোলা থাকবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here