সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ , করোনার ধাক্কা সামলে ২০২১-২২ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার হবে ১১ শতাংশ

আমাদের ভারত, ২৯ জানুয়ারি:শুক্রবার বাজেট পেশ করার আগে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২১-২২ অর্থবর্ষে এই সমীক্ষার রিপোর্টে পূর্বাভাস দেওয়া হয়েছে করোনার ধাক্কা সামলে ঘুরে বেড়াবে ভারতের অর্থনীতি। আগামী অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার ১১ শতাংশ ছুঁয়ে নতুন রেকর্ড গড়বে।

করোনা পরিস্থিতির কারণে বর্তমান অর্থবর্ষে জিডিপির ৭.৭% সংকোচনের আশঙ্কা রয়েছে। এর আগে রিজার্ভ ব্যাংকের রিপোর্টে আনুমানিক ৭.৫ শতাংশ জিডিপি সংকোচনের পূর্বাভাস দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে রাজস্ব ঘাটতির হার জিডিপির ৩.৫ % অনুমান করা হলেও আরো বাড়তে পারে বলে রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে কৃষি সংস্কারের ক্ষেত্রে নয়া কৃষি আইন কার্যকর হলে দেশের ক্ষুদ্র ও মাঝারি চাষিরা উপকৃত হবেন।

২০২০-২১ অর্থবর্ষের বাজেট প্রস্তাবে যে আর্থিক ঘাটতি পূর্বাভাস দেওয়া হয়েছিল তা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। গত ফেব্রুয়ারীতে নির্মালা সীতারামন যখন বাজেট পেশ করেছিলেন তখন করোনার আঘাত আসেনি। সমীক্ষার রিপোর্টে আশা প্রকাশ করা হয়েছে গণ টিকাকরণ অভিযান শেষ হবার পর দেশের আর্থিক বৃদ্ধির হার গতি পাবে।

শুক্রবার থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের সূচনাতেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তৃতা বয়কট করে কংগ্রেস-তৃণমূল সহ ১৮টি বিরোধী দল। করোনার অভিঘাতে চার দশক পরে গত বছর দেশের জিডিপি বৃদ্ধির হার শূন্যের নিচে নেমে গিয়েছিল। যদিও তার আগের অর্থবর্ষ থেকে দেশের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে অধোগতি শুরু হয়। এরপর করোনার কারণে আমদানি, রপ্তানি , উৎপাদন বিশ্বজুড়েই ধাক্কা খেয়েছে। মুখ থুবরে পড়েছে হোটেল, পর্যটন, বিমান, রেস্তোরাঁ পরিষেবার ব্যবসা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here