বাংলায় মুক্তির আগেই বিদেশে নানা ফিল্ম ফেস্টিভ্যালে সাড়া ফেলল “জঙ্গম”

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগনা, আমাদের ভারত, ২২ জুলাই: বাংলায় মুক্তির আগেই বিদেশের নানা ফিল্ম ফেস্টিভ্যালে সাড়া ফেলল নবাগতা পরিচালক শর্মিষ্ঠা মিত্র চক্রবর্তীর ছবি “জঙ্গম”। ছবির ট্রেলার বলে দেয় জঙ্গম এক জীবনযুদ্ধের কাহিনী।

অতিমারী আমাদের জীবন থেকে যেমন অনেক নিশ্চিন্ত, ভালোথাকা কেড়ে নিয়েছে, তেমনি এনে দিয়েছে নতুন বোধ। অর্থনৈতিকভাবে কোণঠাসা, পরিযায়ী শ্রমিক খবর হয়েছে বার বার, কিন্তু এরপরেও জীবনযুদ্ধের গল্প আছে, হ্যাঁ আছে। আমাদের, উমাদের গল্প, তাঁদের উত্তরণের গল্প। যশলীনা’স হাউজ
প্রোযোজিত ও শর্মিষ্ঠা মিত্র চক্রবর্তী পরিচালিত ‘ জঙ্গম ‘ এই উমাদের কথাই বলে।

গল্পের মূল চরিত্র উমা নৃত্যশিক্ষিকা। শহরতলির প্রায় ভঙ্গুর বনেদী যৌথ পরিবারের মেয়ে। সে তার ভারতীয় ঐতিহ্যকে লালন করে এবং সেই ঐতিহ্যকে অনুসরণ করে বিদেশ থেকে পৈতৃক বাড়িতে ফিরে আসে। সংস্কৃতি সমৃদ্ধ এই বাড়িটির খাঁজে খাঁজে থাকে অনেক গল্প। অনেক না পাওয়া, অনেক আর্তি চোরা স্রোতের মতো বয়ে যায়, এ যেনো অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পায় না উমাও। শুরু হয় জীবনযুদ্ধ।

পরিচালক শর্মিষ্ঠা বলেন, “আপাতত ট্রেলার লঞ্চের পর কিছুদিনের মধ্যেই শহরের হলগুলোতে মুক্তি পাবে জঙ্গম। শুধু সিনেমা উৎসবগুলিতে নয়, বাংলার দর্শকদের মন জয় করাটাই এবার চ্যালেঞ্জ।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here