সরস্বতী পুজোর আগে দাম বৃদ্ধি পেল আপেল কুলের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৭ জানুয়ারি:
সরস্বতীর পুজোর আগে দাম বাড়লো আপেল কুলের দাম। বর্তমানে গ্রাম বাংলাতেও দেশি কুল অমিল। তাই গ্রামের গন্ডি ছাড়িয়ে শহরে এসে পৌছায় না দেশি কুল। অন্যদিকে সরস্বতী পুজোর পরে একলাফে বাড়ে কুলের চাহিদা। তারসঙ্গে সরস্বতী পুজোও কুল ছাড়া হয় না। সেই কারণে পুজোর আগে দাম বৃদ্ধি হয়েছে আপেল কুলের। প্রতি কেজি আপেল কুলের দাম বৃদ্ধি হয়েছে ৫ টাকা। সোমবার নদিয়ার কৃষ্ণগঞ্জ পাইকারি বাজারে আপেল কুল বিক্রি হয়েছে ২০ টাকা কেজি দরে। খুচরো বাজারে যা পাওয়া যাচ্ছে ৪০ টাকা কেজি। তবে সরস্বতী পুজোর পর আপেল কুলের দাম কমবে বলে জানিয়েছে ব্যাবসায়ীরা।

সরস্বতী পুজোর পর আপেল কুলের চাহিদা অনেকটাই বৃদ্ধি পায়। তার জন্য কুলের বাগানে পরিচর্যায় মন দিয়েছে কৃষকরা। টানা দু’মাস আপেল কুল বিক্রি করে ভালো দাম পায় কৃষকরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here