২০১৬ পুনরাবৃত্তি! বিধানসভা ভোটের আগে কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্বে ফের সৌমেন মিত্র

ছবি: অনুজ শর্মা এবং সৌমেন মিত্র।

রাজেন রায়, কলকাতা, ৫ ফেব্রুয়ারি: ২০১৬
সালে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল সৌমেন মিত্রকে। সৌমেন মিত্রের নেতৃত্বে যেভাবে কড়া হাতে ভোটের সময় দায়িত্ব পালন করেছিল কলকাতা পুলিশ, তা প্রশংসিত হয়েছিল সব মহলে। পাঁচ বছর বাদে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে যেন সেই একই ঘটনার পুনরাবৃত্তি। বর্তমান পুলিশ কমিশনার অনুজ শর্মাকে সরিয়ে ফের সেই সৌমেন মিত্রকে কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব দিল রাজ্য প্রশাসন।

প্রসঙ্গত এর আগে প্রথমবার দায়িত্ব পাওয়ার সময় সৌমেন মিত্র সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে ভোটের সময় রাজ্যের পুলিশ প্রশাসনকে পরিচালনা করেছিলেন। কিন্তু অতিরিক্ত সক্রিয়তার কারণে সেই সময় ভোটের পর তাঁকে চক্ষুশূল হতে হয় রাজ্য প্রশাসনের। ভোট মিটতেই তাঁকে সিআইডির আইজি ট্রেনিং পদে বদলি করা হয়। তখনই বিরোধীরা দাবি করেছিলেন একপ্রকার নির্বাসন দেয়া হল অত্যন্ত প্রতিভাবান এই আইপিএসকে। সেই কারণে আইজি পদে থাকলেও ৫ বছরে সরকারের কোনও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেখা যায়নি সৌমেন মিত্রকে।

নির্বাচনের আগে কলকাতার পুলিশ কমিশনার পদে বদল করতেই হতো রাজ্য প্রশাসনকে৷ অনুজ শর্মা তিন বছরের বেশি সময় ধরে তাঁর পদে রয়েছেন। সেই কারণে এবার তাঁর জায়গায় কলকাতার নতুন নগরপাল পদে ফের সৌমেন মিত্র কে নিয়ে এল রাজ্য প্রশাসন। এর পাশাপাশি রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা পদেও বদল করা হয়েছে৷ জ্ঞানবন্ত সিং-এর জায়গায় এই দায়িত্বে আসছেন জাভেদ শামিম৷ অনুজ শর্মাকে এডিজি সিআইডি পদে বদলি করা হয়েছে৷ বেশ কয়েকটি কমিশনারেটেও কমিশনার পদে বদল করা হয়েছে৷ হাওড়ার কমিশনার হয়েছেন সি সুধাকর৷ বিধাননগরের নতুন সিপি হলেন সুপ্রতিম সরকার৷ ব্যারাকপুরের কমিশনার হলেন অজয় নন্দা৷

প্রসঙ্গত রাজ্য এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনের কাছেও বার বার অভিযোগ জানাচ্ছেন বিরোধীরা৷ কলকাতায় এসে অনুজ শর্মা এবং জ্ঞানবন্ত সিং-কে কড়া বার্তা দিয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ মনে করা হচ্ছিল, রাজ্য সরকার আগে থেকে পুলিশের শীর্ষ স্তরে রদবদল না করলে ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনই এই পদক্ষেপ করত৷ সেই সুযোগ না দিয়ে আগেভাগেই রদবদল সেরে রাখল রাজ্য, যাতে কমিশনের তরফেও অভিযোগের সুযোগ না থাকে৷

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here