দাসপুরে খাল সংস্কারের কাজ শেষ হওয়ার আগেই খাদের দিকে হেলে পড়ল পাড়ে থাকা সারি সারি দোকানঘর

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ মে: খাল সংস্কারের কাজ শেষ হওয়ার আগেই বড়সড় ফাটল ধরে খাদের দিকে হেলে পড়ল খালের পাড়ে থাকা সারি সারি দোকানঘর। অভিযোগ উঠল প্রশাসনের সংস্কার পদ্ধতি নিয়ে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার খুকুড়দহ এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের দক্ষিণ সীমানা বরাবর শুরু হয়েছে দুর্বাচটি খাল সংস্কারের কাজ। প্রথম থেকেই খাল সংস্কারের পদ্ধতি নিয়ে অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের। চলতি সপ্তাহে হঠাৎ করেই দেখা যায় খুকুড়দহের কালিবাজার চত্বরের দুর্বাচটি খালের পাড়ে থাকা সারি সারি দোকানঘর ক্রমশ হেলে পড়ছে খালের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। আতঙ্কগ্রস্থ ওই সমস্ত দোকানগুলির মালিকরা তড়িঘড়ি জিনিসপত্র অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থাও করেন। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ এলে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় ব্যবসায়ীরা।তাদের অভিযোগ দুর্বাচটি খাল সংস্কারকারী সংস্থা ও প্রসাশনের ভুল কাজের মাসুল তাদের কেন গুনতে হবে।

এক বিক্ষোভকারী অমর সাঁতারা বলেন, এই দোকানঘরই আমাদের রুজিরুটির একমাত্র সম্বল।এটাও চলে গেলে না খেতে পেয়ে মরতে হবে। খাল সংস্কার করতে গিয়ে বাজারের ৬১টি দোকানঘর বড়বড় ফাটল নিয়ে খাদে পড়ে যাবার অবস্থায়। প্রসাশনের তরফে কোনও সাড়া মিলছে না। বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য যদি এই সমস্যার সমাধানে প্রসাশন উদ্যোগী না হয় তাহলে শীঘ্রই তারা বৃহৎ আন্দোলনে যাবে।

যদিও ঘাটাল মহকুমার সেচ ও জলপথ বিভাগের সহকারি ইঞ্জিনিয়ার সুমিত দাস বলেন, খালটি নিয়ম মেনেই সংস্কারের কাজ চলছে। যে সমস্ত ব্যক্তিরা ওই দোকানগুলি করেছিলেন তাদের অনেক আগেই সরে যাওয়ার কথা জানানো হয়। প্রসঙ্গত, প্রসাশনের তরফে এমনও দাবি করা হয় যে অনৈতিক দাবি করছেন বিক্ষোভকারিরা। বেশকিছু দোকান সেচ বিভাগের জায়গাতেই দখল করে গজিয়ে উঠেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *