
আমাদের ভারত, কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: পুরভোটের আগে নতুন স্লোগান নিয়ে মানুষের কাছে যাচ্ছে রাজ্য বিজেপি। “আর নয় অন্যায়” এই স্লোগানকে হাতিয়ার করে পুরসভার প্রচারে নামছে মুরলিধর সেন লেনের ম্যানেজারা। রবিবার শহিদ মিনারে রাজ্য বিজেপির এই পোষ্টার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাকে অন্যায় মুক্ত করতে রাজ্য বিজেপি বদ্ধপরিকর। তাই পুরভোটে বিজেপিকে ভোট দিয়ে সব অন্যায়ের শেষ করার আবেদন জানাবে বিজেপি। দলের এই নতুন স্লোগান ও নতুন পোষ্টারের কথা শুক্রবার বিজেপির রাজ্য সদর দফতরে সাংবাদিকদের জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর হাত দিয়েই বিজেপির এই নতুন পোষ্টার উদ্বোধন হবে। তাছাড়া দলের এইকথা সোস্যাল মিডিয়ায় প্রচার করার জন্য বিজেপির আইটি সেল একটি ভিডিও বানিয়েছে। যা আগামী দিনে সোস্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌছে যাবে।
প্রসঙ্গত, প্রত্যেক নির্বাচনের আগে বিজেপি তারা তাদের নতুন চিন্তাভাবনা দিয়ে একটি পোষ্টার, থিমসং বার করে। এবারের রাজ্যের পুরভোটেও তার ব্যাতিক্রম হল না। পুরভোটের মুখেই তারা এবারের তাদের থিম প্রকাশ করলো আর নয় অন্যায়।