করোনা প্রতিরোধে উদ্যোগ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, উত্তর দিনাজপুরে বিলি করা হল মাস্ক ও স্যানিটাইজার

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ মার্চ: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবার পথে নামল উত্তর দিনাজপুর জেলার বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। রায়গঞ্জের সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে স্যানিটাইজার তুলে দিল ওষুধ ব্যাবসায়ী সংগঠনের সদস্যরা। এমনিতেই করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের জেরে মুখের মাস্ক ও স্যানিটাইজার নিয়ে ব্যাপক কালোবাজারি শুরু হয়েছে। পাশাপাশি বাজারে একেবারে অমিল মাস্ক ও স্যানিটাইজার। সাধারণ মানুষের এই অসুবিধা দূর করার লক্ষ্যে এবং সাধারণ মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রায়গঞ্জ জোনের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচি পালন করা হয়।

বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রায়গঞ্জ জোনের সাধারণ সম্পাদক নিতাই কর জানিয়েছেন, রাজ্যের মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা সমাজের প্রতি আমাদের সংগঠনের দায়বদ্ধতা থেকে রায়গঞ্জের সাধারণ মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি। তাদের মাস্ক পরিয়ে দেওয়ার পাশাপাশি বিশেষ সতর্কীকরণ বার্তা সহ লিফলেট বিতরণ করা হচ্ছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here