বিহারে মিমের সাফল্য নিয়ে এরাজ্যে বাঙালি মুসলমানদের আগ্রহ নেই, বললেন আলি আফজাল চাঁদ

নীল বণিক,আমাদের ভারত, কলকাতা, ১২ নভেম্বর:
বিহারে মিমের সাফল্য নিয়ে এরাজ্যে বাঙালি মুসলমানদের আগ্রহ নেই। বৃহস্পতিবার কলকাতায় এই কথা বলেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য সংযোজক আলি আফজাল চাঁদ। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বাঙ্গালী মুসলিমরা উগ্র ধর্মান্ধতাকে অনেক আগেই বিসর্জন দিয়েছেন। এযাবৎকাল হয়তো বাংলায় কিছু সাম্প্রদায়িক হিংসার মত দুর্ঘটনা ঘটেছে, তার জন্য তিনি মিমের মত উগ্র ধর্মীয় সংগঠনগুলিকে দায়ী করেছেন। তিনি বলেন, ২-৩ বছর ধরেই মিম এরাজ্যে জমি পেতে চেষ্টা চালাচ্ছে। কিন্তুু প্রায় ২৪% বাঙালি মুসলমান তাদের প্রত্যাখ্যান করেছেন। দেড় শতাংশের মতো উর্দুভাষী মুসলমানের সমর্থন আদায়ে সমর্থ হয়েছে মিম। হায়দ্রাবাদের আসাদউদ্দিন ওয়েসির দলকে কখনই রবীন্দ্র, নজরুলের বাংলা সমর্থন করবে না।

রবীন্দ্র-নজরুল বা জসিমউদ্দিন-জীবনানন্দ দাসের বাংলায় মিমের দৌরাত্ম্য আটকাতে সমস্ত মুসলিম সংগঠনগুলির কাছে আবেদন জানালেন আলি আফজাল চাঁদ। তিনি বলেন, আমাদের পরিচয় আমরা বাঙালি। আমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে। তবে সাম্প্রদায়িক জিগির তুলে কেউ বাংলায় রাজনীতি করুক তা চাইবে না মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। এই জন্য আগামী কয়েক দিনের মধ্যেই সংখ্যালঘু অধ্যুষিত জায়গাগুলিতে মিমের বিরুদ্ধে প্রচার অভিযান কর্মসূচি নেওয়া হচ্ছে। হায়দ্রাবাদের মাটিতে কিভাবে সাম্প্রদায়িক জিগির তুলে এই দলটির উত্থান হয়েছিল তা বাংলার মানুষের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন আলি আফজাল চাঁদ। এমনকি হায়দ্রাবাদের নিচু তলার মুসলিমরা উন্নয়নের দিকে অনেক পিছিয়ে। সেকথাও বাংলার মাটিতে প্রচার করা হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *