অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২১ জুন: মূল সংস্কৃত ‘টঙ্ক’ শব্দ থেকে অপভ্রংশ ঘটে টাকা শব্দটি এসেছে। টঙ্ক>টক্ক>টাকা। আর সংস্কৃত রৌপ্য (মুদ্রা) থেকে অপভ্রংশের ফলে এসেছে রুপিয়া শব্দটি। গ্রিক ড্রাকমা থেকে দাম।
কিন্তু বিশ্বের গোটা কুড়ি দেশের প্রচলিত মুদ্রা হল ডলার। কথাটা এল কোথা থেকে? ১৫২০-র ১৫ জানুয়ারি বোহেমিয়া রাজ্য জোয়াচিমস্থালে স্থানীয়ভাবে খননকৃত রৌপ্য থেকে মুদ্রা তৈরি করা শুরু করে। বোহেমিয়ান সিংহের ছবি তাতে চিহ্নিত ছিল। শহরের নামানুসারে মুদ্রার নাম দেওয়া হয় জোআচিমস্ট্যালার। লোকে ছোট করে বলতেন থ্যালার বা ট্যালার। জার্মান ওই শব্দ চেক, স্লোভাক এবং স্লোভেনিয়ায় পরিচিত ছিল টোলার, স্লোভাকে টোলিয়ার, নিম্ন জার্মানিতে ডালার, ড্যানিশ এবং নরওয়েতে রিগসডালার, ইংরেজিতে ডলার।
***