বাংলা চর্চা ৫৬ । বিপৎ, বিপদ

আমাদের ভারত, ২৬ জুন: প্রাক্তন উপাচার্য, দীর্ঘকালের বাংলার শিক্ষক-গবেষক ডঃ অচিধ্ত্য বিশ্বাস জানিয়েছেন, বিপৎ বিপদ একই শব্দ। সন্ধি যোগ্য শব্দ পরে থাকলে ৎ বদল হয়। বিপৎ+আপন্ন= বিপদাপন্ন, বিপজ্জনক, বিপদোদ্ধার। সন্ধি না হলে বিপৎ।

অনেকের বানানবোধ সংস্কৃত ব্যাকরণ- বিচ্ছিন্ন, ইচ্ছাকৃত এবং অজ্ঞতাপ্রসূত!

ফেসবুকে শুদ্ধ বাংলা চর্চা গ্রুপে ফকরুল ইসলাম ‘বিপৎ এবং বিপদ’ শিরোনামে লিখেছেন, ব্যাকরণগত নিয়মে সন্ধি ও সমাসের মারপ্যাঁচে বিপদ বিপৎ হয়ে যায়। যেমন—
বিপথকাল- বিপদের সময়।
বিপৎকালীন- বিপদের সময় ঘটিত বা উদ্ভূত।

বিপৎচিহ্ন- আসন্ন বিপদ সম্পর্কে সাবধান করার সংকেত।
বিপৎসংকেত- আসন্ন বিপদ সম্পর্কে সতর্কবার্তা।
বিপৎপাত- বিপদ সংঘটন।
বিপৎসংকুল- বিপদবহুল।
বিপৎসীমা- জলধারের জলস্ফীতি যে সীমা অতিক্রম করলে বিপদ ঘটতে পারে।

বিপদগর্ভ- বিপজ্জনক।
বিপদগ্রস্ত- বিপদে পড়েছে এমন।
বিপদবহুল- সংকটপূর্ণ।
বিপদভঞ্জন- যে বিপদ নাশ করে।
বিপদাত্মক- যা বিপদ ঘটাতে পারে।
বিপদাপদ- নানাবিধ বিপদ।
বিপদাপন্ন- সংকটাপন্ন।

বিপদুদ্ধার- বিপদ থেকে রক্ষা।
বিপদ্দশা- সংকটময় অবস্থা।
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *