অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২৮ জুন: “অক্ষর শুদ্ধ বানান ও ভাষাচর্চা’ ফেসবুক গ্রুপের বিশেষজ্ঞ ‘বানানের টিপস্’ শিরোনামে স্বপন ভট্টাচার্য লিখেছেন, “প্রায়ই একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়, ‘উপর’ না ‘ওপর’ কোনটা লেখা সমীচীন?
অনেকে মনে করেন যে ‘উপর’ শব্দটা বোধ হয় তৎসম অর্থাৎ সংস্কৃত শব্দ। তা কিন্তু নয়। সংস্কৃত শব্দ ‘উপরি’ থেকে এসেছে ‘উপর’ > ‘ওপর’ শব্দ। ‘উপর’ শব্দের কথ্য রূপ ‘ওপর’। আর এই দুটোর কোনোটাই ভুল নয়। যে কোনও একটা লেখা যেতে পারে। তবে অনেকে একটু গম্ভীর চালে লিখলে ‘উপর’ আর হালকা চালে লিখলে ‘ওপর’ লেখা পছন্দ করেন।
এই ‘উপর’/’ওপর’ শব্দের কিন্তু অনেক অর্থ হয়। যেমন কেউ বলতে পারেন যে ‘এই লেখাটা মাথার উপর/ওপর দিয়ে বেরিয়ে গেল।’ এখানে উপর/ওপর মানে ঊর্ধ্ব। কিন্তু যদি বলি, ‘একে জ্বর তার উপর/ওপর পেট খারাপ’। এখানে শব্দটার মানে অতিরিক্ত। রাজারা মানুষের উপর/ওপর
অত্যাচার করত (প্রতি)। উপরওয়ালার কথা শুনে চলতেই হবে (ঊর্ধ্বতন কর্তৃপক্ষ)। সে উপরপড়া হয়ে অনেক কথা শুনিয়ে গেল (অযাচিতভাবে)। উপরচালাকি না করাই ভালো (অতিরিক্ত চালাকি)। এছাড়াও উপরচড়াও, উপরউপর, উপরচাল এই সব শব্দেও এই শব্দটির ব্যবহার আছে।“
***