করোনা আতঙ্কের মধ্যে সস্তা হলো বাঙালির প্রিয় ইলিশ মাছ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৫ মার্চ: করোনা আতঙ্কের মধ্যে সস্তা হলো বাঙালির প্রিয় ইলিশ মাছ। বুধবার কলকাতা সহ রাজ্যের অনেক বাজারেই মধ্যবিত্তের নাগালের মধ্যে বিক্রি হয়েছে রুপোলি শষ্য। ৫০০ – থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ কিলোপ্রতি বিক্রি হয়েছে মাত্র ৫০০ টাকায়।

সাধারণত চৈত্র মাসে এমনিতেই বাজারে ইলিশ সহ সমুদ্রের মাছের খরা থাকে। তারপর করোনার জেরে দীঘার পাইকারি বাজারও বন্ধ করে দিয়েছে রাজ্য প্রশাসন। তার মধ্যেই মধ্যবিত্তের নাগালে চলে এল ইলিশ মাছ।
ইলিশ মাছ সস্তা হওয়ার কারণ হিসেবে করোনাকেই দায়ী করেছেন মাছ ব্যবসায়ীরা। গতকাল পর্যন্ত বাজারে ছিল উপচে পড়া ভিড়। কিন্তু দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণার পর আতঙ্কে বেশিরভাগ মানুষই আজ বাজারমুখো হননি। ফলে বাজারে ক্রেতা কম। তার ওপর ডায়মন্ডহারবারে প্রচুর ইলিশ প্রচুর ইলিশ ধরা পড়েছে। স্টোরে মাছ রাখার ব্যাবস্থাও এই সময় কম। তাই বাধ্য হয়ে কম দামেই বিক্রি করতে হচ্ছে।

শুধু কলকাতা বা শহরতলিতেই নয়, কলকাতার কাছাকাছি জেলাতেও এই চিত্র দেখা গেছে। বুধবার নদীয়ার কৃষ্ণনগর ও তাহেরপুর বাজারেও মধ্যবৃত্তের নাগালে বিক্রি হয়েছে ইলিশ। সেখানেও ৪৫০ টাকায় ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে। তাহেরপুর বাজারে ভুলু নামে এক মাছ ব্যাবসায়ী জানিয়েছেন বাজারে লোকজন কম। তাই কমদামেই বিক্রি করতে হচ্ছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here