ফের বিজেপির দখলে! মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল তৃণমূলের

আমাদের ভারত, মালদা, ১৪ আগস্ট: নয় মাসের মধ্যেই ফের দলবদল পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েত প্রধানের। যোগ দিলেন বিজেপিতে। ফলে তৃণমূলের হাতছাড়া হলো এই গ্রাম পঞ্চায়েত। ভুল বুঝে তৃণমূলে গেছিলাম দাবি পঞ্চায়েত প্রধান লক্ষ্মীরাম হাঁসদার। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, অপহরণ করে প্রধানকে বিজেপিতে যোগদান করতে বাধ্য করা হয়েছে।

গত পঞ্চায়েত নির্বাচনে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। ১৩টি আসনের মধ্যে নটি আসনে জয়লাভ করেন বিজেপি প্রার্থীরা। চারটি আসন দখল করে তৃণমূল কংগ্রেস।২০১৯ সালের নভেম্বর মাসে ওই পঞ্চায়েতের প্রধানসহ ৪ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করায় পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। কিন্তু মাত্র ৯ মাসের মধ্যে আবার দল বদল করলেন প্রধান। প্রধানসহ তিনজন বিজেপিতে যোগদান করায় বিজেপি আসন সংখ্যা বেড়ে দাঁড়াল আট। এই পঞ্চায়েতের দখল নিল বিজেপি।

ভুল বুঝে তৃণমূলে গেছিলাম মন্তব্য বিজেপিতে যোগদান কারী পঞ্চায়েত প্রধান লক্ষ্মীরাম হাঁসদার। অন্যদিকে তৃণমূলের দাবি, প্রধান কে অপহরণ করে দলবদলে বাধ্য করা হয়েছে। এই দাবি করেছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *